যারা এই শীতে কম সময়ে, কম খরচে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বরফে গড়াগড়ি করতে চান তাদের জন্য সিকিম আদর্শ জায়গা। পূর্ব হিমালয় অঞ্চলের একটি অংশ সিকিম সো খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার ও অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর সাথে বরফ তো আছেই ।
যারা সিকিম যাওয়ার কথা ভাবছেন আশা করি আপনারা পুরো details এই পোস্টে পাবেন।
এবার কথা বাদ দিয়ে চলেন সিকিম ঘুরে আসি।

[বিদ্র :
1.যারা ট্রেক করতে চান তাদের জন্য এই পোস্ট না।
2.পাসপোর্ট, ভিসা আর ছবির মিনিমাম 6 কপি করে নিয়ে যাবেন।
3.এখানে সব জায়গায় ট্রাভেল এজেন্সি এর থ্রু তে আলাদা কার রিজার্ভ করে যেতে হবে। সো খরচ কমাতে চাইলে গ্রুপ মেম্বার 6 এর কম বা 8 এর বেশি যেনো না হয়।
4. যেহেতু বরফের মধ্যে যাচ্ছেন সো পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাক নিয়ে যেতে হবে ]

পারমিশন এর জটিল সমীকরণ :

শুরুতেই চলেন পারমিশন সংক্রান্ত জটিলতা ক্লিয়ার করে নেই। অনেকেই হয়তো IVAC or High Commission এ পারমিশনের জন্য এপ্লাই করে অনেক ঝামেলা ফেস করতেছেন বা করেছেন। ভাই সোজা কথা পারমিশনের জন্য ivac-এ এপ্লাই করার দরকার নাই। I repeat দরকার নাই । পাসপোর্ট, ভিসার কপি আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে শিলিগুড়ি যেখান থেকে সিকিমের বাস ছাড়ে ওইখানে (একটা সিকিম হাউস আছে) গিয়ে বললেই ওরা 10 মিনিটের মধ্যে (টাকা ছাড়াই 😜) আপনি যতো দিন থাকতে চান ততদিনের পারমিশন দিয়ে দিবে। অনেক ইজি না? 😎
তবে ম্যাক্সিমাম 30 দিনের পারমিশন দেয় ওখান থেকে। Ivac থেকে যেনো কতোদিনের দেয়? 😜

তবে শিলিগুড়ি বা IVAC থেকে আপনাকে যে পারমিশনটা দেয়া হবে তা কেবল Gangtok এবং এর আশেপাশে লোকাল সাইট সিইং এর জন্য।
Tsomgo lake, Yumthang Valley, Lachen, Lachung, Zero point যেতে হলে আবার Gangtok থেকে আলাদা পারমিশন নিয়ে যেতে হবে। তবে যেখানেই যাবেন একদিন আগে থেকে পারমিশন নিয়ে রাখতে হবে। এই পারমিশন কিন্তু কষ্ট করে আপনার নেয়া লাগবে না বা আপনি চাইলেও নিতে পারবেন না 😢 কারণ সিকিমে ফরেনার দের ট্রাভেল এজেন্সির থ্রু তে সব করতে হয়। ওরাই পারমিশন, কার এবং গাইড এর ব্যবস্থা করবে। গাইড না লাগলেও আপনাকে গাইড নিতে হবে এটাই ফরেনারদের জন্য রুল 😢
আরেকটা কথা Nathu La Pass আর Gurudormarg Lake এ আমাদের যাওয়ার পারমিশন নাই 😢😢

ট্যুর প্ল্যান :

ধরে নিলাম আমরা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করবো। পারমিশন পেপার নিয়ে শিলিগুড়ি টু সিকিমের জংশন থেকে 150 rupee দিয়ে বাস বা 250 rupee দিয়ে Tata sumo বা 1500-2000 rupee তে reserve 4 seater কোনো গাড়ি তে উঠে পড়েন। রাস্তার পাশে ঘেঁষে তিস্তার নীল পানির রূপ উপভোগ করতে করতে এক সময় চলে যাবেন Rangpo Checkpost এ । এখানে আপনাকে পারমিশন পেপার শো করে এন্ট্রি করতে হবে। ওরা আপনার পারমিশন পেপার এবং পাসপোর্ট এ এন্ট্রি সীল দিবে। পাবলিক ট্রান্সপোর্ট এ গেলে অবশ্যই আগে থেকে ড্রাইভার কে বলে রাখবেন Rangpo তে কিছু সময় রাখার জন্য।
Rangpo পর্ব শেষ হলে কিছু সময়ের মধ্যেই আশে পাশের পাহাড় পর্বত দেখতে দেখতে চলে যাবেন সিকিমের রাজধানী Gangtok এ। Gangtok এর মোস্ট হেপেনিং এরিয়া হচ্ছে MG Marg. । সো এখানেই 700-3000 rupee এর মধ্যে আপনার রুচি ও সামর্থ অনুযায়ী একটা হোটেল ঠিক করে নিন। এবং পরের দিন Tsomgo Lake/Changu Lake যাওয়ার জন্য কোনো এক ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে পাসপোর্ট, ভিসা আর পাসপোর্ট সাইজ এর ছবি দিয়ে রাখেন পারমিশনের জন্য।
Tsogmo Lake এর জন্য খরচ পড়বে 3000 rupee (8 seater tata sumo মানে ভাই এক জন গেলেও 3k আবার 8 জন গেলেও 3k)

আজকে রাত টা Neat and clean ইউরোপিয়ান ঘরনার Gangtok City ta ঘুরে দেখেন। পরের দিন
সকাল 7:30 টার মধ্যে এজেন্সির লোক আপনাকে নিয়ে যাবে Tsomgo লেক। এখানে এখন প্রচুর বরফ পাবেন গড়াগড়ি খাওয়ার জন্য 😜
350 rupee দিয়ে ক্যাবল কার টা মাস্ট ট্রাই করবেন। কারণ ক্যাবল কার থেকে Tsomgo lake এবং কাঞ্চনজঙ্ঘার সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। এখান থেকে মাত্র 30 মিনিট দূরত্বে Nathu La pass। কিন্তু যাওয়ার পারমিশন নাই।
সারাদিন এখানে বরফে গড়াগড়ি করে বিকালের মধ্যে চলে আসবেন Gangtok। এসেই আবার পরেরদিন এর জন্য কোনো এক ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে নিন।

এবার আমাদের ডেসটিনেশন নর্থ সিকিম মানে Lachung,Lachen, Yumthang Valley এবং Zero point। নর্থই আসলে সিকিমের প্রধান আকর্ষণ। এই অঞ্চল টা অনেক সুন্দর। Zero point না দেখে কিন্তু কোনো ভাবেই দেশে ফিরবেন না, বিশাল মিস করবেন। এখানের অন্যতম প্রধান আকর্ষণ Gurudormarg লেকেও আমাদের যাওয়ার পারমিশন নাই 😢

নর্থের ট্যুর প্যাকেজ 2 ধরণের : এক রাত 2 দিন অথবা 2 রাত 3 দিন।
আপনার ইচ্ছা এবং সময় অনুযায়ী যেকোনো একটা ট্যুর প্যাকেজ বেছে নিন।প্যাকেজ এ রিজার্ভ গাড়ি তে যাওয়া আসা, থাকা, খাওয়া সব ইনক্লুড থাকবে।
নর্থের জন্য খরচ হবে আনুমানিক 8000-20000 rupee (ডিফেন্ড করবে আপনার দরদাম করার ক্ষমতা 😂 আর কোন প্যাকেজ বেছে নিবেন তার উপর। এখানেও খরচের ব্যাপার টা আগের মতোই। ধরেন 2 জন গেলে যদি 8k লাগে 7 জন গেলে হয়তো 10k লাগবে)

নর্থ ঘুরে আবার চলে আসেন Gangtok। কেউ চাইলে পরেরদিন pelling যেতে পারেন। আরো একদিন বেশি লাগবে এক্ষেত্রে। আর না চাইলে সেম ওয়ে তে শিলিগুড়ি চলে আসতে পারেন। তবে আসার সময়ও Rangpo-তে থেমে এক্সিট সীল নিয়ে আসতে ভুলবেন না।
আপনি কিন্তু শিলিগুড়ি তে চলে এসেছেন তারমানে আপনার অনিন্দ্য সুন্দর ট্যুর এখানেই শেষ 😢

Happy Travelling ✌️

[NB : Gangtok খুবই গোছানো ও পরিষ্কার শহর সো যেখানে সেখানে ময়লা ফেলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না । ভ্রমণে গিয়ে সতর্ক থাকুন ,নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন , মনে রাখবেন যেই দেশ ভ্ৰমন করেন না কেন, নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন।]

 লেখাঃ Saikat Abdullah

ছবিঃ Didar Us Shams

চোপটা ভ্যালি

 

সন্ধ্যার লাচুং শহর

সন্ধ্যার লাচুং শহর

ভোরের লাচেন

তিস্তা নদী

তিস্তা নদী