নোহকালিকাই ফলস

এর উচ্চতা ১১২০ ফুট। এটা ভারতের অন্যতম উঁচু ফলস।

এই ফলসের দিকে তাকালে ফলসটি স্লো মোশন গতিতে দেখা দেয়।

এই ঝর্ণাটি নিয়ে একটি করুন কাহিনী ও রয়েছে। সেখানে দাঁড়িয়ে সাইনবোর্ড থেকে স্টোরি টা পড়ে নিলাম।

কেউ গিয়েই সাথে সাথে এই ঝর্না দেখে ফেলেছে এমন লোকের সংখ্যা খুব একটা বেশি হবে না।

এটা এমন একটা ঝর্ণা, বর্ষাকালে এটার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সারাক্ষণ মেঘের সাথে মাখামাখি করে থাকে এই ঝর্ণাটি। কখনো আবার আড়মোরা ভেঙ্গে মেঘের চাদর সরিয়ে একটুখানি উকি মেরে যাবে। উকি মেরেই আবার লুকিয়ে যাবে মেঘের চাদর ঢেকে। আপনি ভাগ্যবান কিনা জানতে হলে ঘুরে আসতে পারেন এই ঝর্না থেকে। মেঘালয় ভ্রমন প্ল্যানে সবারই এই ঝর্ণা দেখার প্ল্যান থাকে। যারা যাননি তারা ঘুরে দেখে আসতে পারেন।

এখানে যেতে হলে আপনাকে প্রথমে শিলং অথবা চেরাপুঞ্জি আসতে হবে। তারপর গাড়ি রিজার্ভ করে ঘুরে দেখে আসতে পারেন এই ফলস। গাড়ির ভারা দরদাম করে ঠিক করে নিতে হবে। কি কি স্পট দেখবেন, কেমন গাড়ি নিবেন তার উপর নির্ভর করবে গাড়ি ভাড়া।

যেখানেই ঘুরতে যাননা কেনো, মনে রাখবেন ঘুরতে গিয়ে আপনার দ্বারা যেনো পরিবেশের কোনো ক্ষতি না হয়৷ যেখানে সেখানে ময়লা ফেলবেননা।

লেখা, ছবি ও ভিডিওঃ Shifkat Ahamed Siddiqui, Md. Al Amin Neel, Al Amin Khan, Shahariare Rahman Shovon

Video: https://www.facebook.com/amnkhan.me/videos/2506161509493138/