রাঙ্গামাটি জেলা হচ্ছে বাংলাদেশের একমাত্র রিকশাবিহীন জেলা।
আর পুরো রাঙ্গামাটি শহর ঘোরার রাস্তা হচ্ছে কাপ্তাই লেক। কাপ্তাই লেক আবার সাউথ-ইষ্ট এশিয়ার সবচেয়ে বড় মানব নির্মিত লেক।
মোটামুটি ১৪ রকম আদিবাসীদের কোলাহলে সবচেয়ে বেশী কালচারাল ডাইভার্সিটির শহর ও রাঙ্গামাটি। তাই হাতে মোটামুটি দুইদিন সময় থাকলে বন্ধুবান্ধবদের সাথে অথবা একা রাঙ্গামাটি ঘুরে আসতে পারেন।
যেভাবে যাবেনঃ
বাসঃ ঢাকা – রাঙ্গামাটি
ট্রেনঃ ঢাকা – চট্টগ্রাম (এরপরে বাসে রাঙ্গামাটি)
রাঙ্গামটিতে যে জিনিষগুলা দেখতে পারেনঃ
– রাজবন বৌদ্ধবিহার
– শুভলং ঝর্ণা
– ঝুলন্ত সেতু
– শুভলং বাজার
– পর্যটন এরিয়া ইত্যাদি।
মোটামুটি দুই আড়াই হাজার টাকায় সারাদিনের জন্য নৌকা নিয়ে নিলে কাপ্তাই লেক হয়ে হয়ে সবগুলো জায়গা ই কভার করতে পারবেন।
আর খাওয়া দাওয়ার জন্য কাপ্তাইয়ের মধ্যে অনেকগুলা রেস্তোরা আছে। যেমনঃ পেদা টিং টিং, মৌজাং। এখানে ব্যাম্বো চিকেন, সহ তাদের ট্র্যাডিশনাল ফুড ট্রাই করতে পারেন।
এছাড়া ও রাঙ্গামাটি থেকে লঞ্চে লংদু হয়ে সাজেক যেতে পারেন। রাঙ্গামাটি থেকে লংদু লঞ্চে তিন সাড়ে তিন ঘন্টা লাগে। সেখান থেকে চান্দের গাড়িতে করে সাজেক চলে যেতে পারেন। এই জার্নিটাতে ও ভাল মজা পাবেন।
তবে একটা জিনিষ অবশ্যই মাথায় রাখবেন।
সেটা হচ্ছেঃ লেকে কিংবা শুভলং ঝর্নায় প্লাষ্টিক ম্যাটেরিয়ালস ফেলবেন না। তাই একা অথবা গ্রুপে যেভাবেই ট্র্যাভেল করেন না কেনো, সাথে একটা নিজেদের প্লাষ্টিক গার্বেজগুলো ফেলার জন্য একটা আলাদা প্যাকেট রাখুন। সেখানে সবকিছু জমিয়ে পড়ে ডাষ্টবিনে ফেলে দিন।
মনে রাখবেন, এই পরিবেশ, এই ট্যুরিষ্টস্পট এগুলো রক্ষার দায়িত্ব আমাদের।
কারণ, পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না।
রাঙ্গামাটি ট্রিপ নিয়ে আপাতত এতটুকুই।
হ্যাপি ট্র্যাভেলিং।
লেখা ঃ Iftekhar I Asif
Leave A Comment
You must be logged in to post a comment.