দুই পাশে উঁচু উঁচু পাহাড়ের পাথুরে দেয়াল, মাঝখানে বয়ে চলা স্বছ, সবুজ জলধারার গভীর খুম, খুমের জলে ভেসে বেড়ানো, শান্ত প্রকৃতি

আমিয়াখুমের আপস্ট্রিমে এ সব কিছুর সমন্বয়ে জন্ম নেয় ভালো লাগার কিছু মুহূর্ত

যেভাবে যাবেনঃ ঢাকা > বান্দরবান (বাস) > থানচি (বাস/জিপ) > পদ্মমুখ (ইঞ্জিন চালিত নৌকা) > থুইসাপাড়া (হাঁটাপথ) > দেবতার পাহাড় (হাঁটাপথ) > আমিয়াখুম (হাঁটাপথ) > নাইক্ষ্যং মুখ (হাঁটাপথ)

খরচ:

ঢাকা-বান্দরবান-ঢাকা = ১২৪০ (বাস)

বান্দরবান-থানচি = ৬০০০ (রিজার্ভ জিপ – ১৩ জন)

থানচি থেকে বান্দরবান ফেরার পথে জিপ কিছুটা কম পড়তে পারে।

থানচি-পদ্মঝিরি = ১০০০ (বোট – ৫ জন)

রেমাক্রি-থানচি = ২৫০০-৩০০০ (বোট – ৫ জন)

গাইড = ৬০০০-৭০০০ (৩ দিনের জন্য)

থুইসা পাড়ায় থাকা = পার নাইট ১৫০ করে

থুইসা পাড়ায় খাওয়া = পার বেলা ১৫০ টাকা

বাকি থাকে অন্যান্য জায়গায় খাওয়া ও অন্যান্য টুকিটাকি খরচ। সেটা নিজের উপর।

৩ দিনের ট্রিপ প্ল্যান:

১ম রাত : ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা।

১ম দিন : সকালে বান্দরবান পৌঁছে থানচির উদ্দেশ্যে জিপে বা বাসে রওনা। থানচি পৌঁছাতে জিপে ২.৫-৩ ঘন্টা আর বাসে ৪/৪.৫ ঘন্টার মত লাগবে। থানচি পৌঁছে বিজিবি ক্যাম্প এবং পুলিশ ক্যাম্পে রিপোর্ট করে ট্রলারে করে, লাঞ্চ সেরে পদ্মঝিরির উদ্দেশ্যে যাত্রা। পদ্মঝিরি পৌঁছাতে ৪০-৫০ মিনিট লাগে। পদ্মঝিরি থেকে ট্রেকিং শুরু। রাতে থুইসা পাড়াতে থাকা। ঝিরিতে পানি কম থাকলে পদ্মঝিরি থেকে ট্রেকিং করে থুইসাপাড়া পৌঁছাতে কম বেশি ৭-৮ ঘন্টার মত লাগবে। পথ কিছুটা কঠিন এবং কষ্টসাধ্য।

২য় দিন: খুব সকালে থুইসাপাড়া থেকে আমিয়াখুমের দিকে যাত্রা। আমিয়াখুম পৌঁছাতে ২/২.৫ ঘন্টা লাগবে। সারাদিন আমিয়াখুম ও এর আশেপাশের খুমগুলো ঘুরে বিকালের মধ্যে আবার থুইসাপাড়ায় ব্যাক। রাতে থুইসা পাড়ায় থাকা।

৩য় দিন: এদিন কোন সময় নষ্ট করা যাবেনা। টাইট শিডিউল। খুব সকালে ঘুম থেকে উঠে জিনাপাড়া হয়ে নাফাখুম যাওয়া। নাফাখুম দেখে রেমাক্রি পর্যন্ত হেঁটে এসে ট্রলারে থানচি ব্যাক। থানচি এসে জিপ বা বাসে বান্দরবান। বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা।

বি:দ্র:

১/ ট্রেইলে ও পানিতে পলিথিন বা প্লাস্টিক জাতীয় কোন অপচনশীল দ্রব্য ফেলবেন না। পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন।

২/ ভেলায় উঠার আগে ভেলাটি যথেষ্ট মজবুত কিনা তা পরখ করে নিবেন।

৩/ খুম বেশ গভীর হয়। তাই যারা সাঁতার জানেন না নিরাপত্তা বিবেচনায় অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করবেন। নিজে সতর্ক থাকুন। অন্যকে সতর্ক করুন।

লেখা ও ছবিঃ

Tanvir Mahmud Konok