আলেকজান্ডার ক্যাসেল, ময়মনসিংহ
ঐতিহাসিক "লোহার কুঠির" ঊনবিংশ শতকীয় স্থাপনা এ আলেকজান্ডার ক্যাসেল কিংবা লোহার কুঠির। ১৮৭৯ সালে মহারাজা সূর্যকান্ত আচার্য এ প্রাসাদ নির্মাণ করেছিলেন। এতে সে সময় ৪৫ হাজার টাকা ব্যয় হয়েছিল। ভবন চত্বরে ছিল দীঘি ও বাগান। ভবন নির্মাণে লোহা ব্যবহার বেশি হয়েছিল বলে এটি মানুষের কাছে ‘লোহার কুঠি’ নামেও পরিচিত লাভ করে। এখনো স্থানীয়ভাবে এ নামেই পরিচিত [...]