নির্মানশৈলীর পরতে ইতিহাস ঐতিহ্যের খোজে

“বজরা শাহী মসজিদ”

আমাদের এই দেশে মোগল আমলের দৃষ্টি নন্দন যে সব স্থাপনা টিকে আছে তার মধ্যে একটি এই শাহী
মসজিদ.গ্রামের নাম অনুসারে বজরা শাহী মসজিদ বলেই সবাই চিনে. যা নোয়াখালীর অন্যতম প্রাণকেন্দ্র চৌমুহনী থেকে ৫/৬ কিলো. হবে
যারা কোন কাজে বা ঘুরতে নোয়াখালী যাবেন বা যেতে চান. অবশ্যই ঘুরে আসবেন বজরা থেকে
.
ওখানে ঘুরতে গিয়ে কোন ময়লা আবর্জনা এমন কি চিপসের প্যাকেটও চোখে পড়েনি .আবর্জনা সঠিক জায়গায় ফেলবো আমাদের পরিবেশ আমরাই ঠিক রাখবো….

নির্মান কাল ও পেক্ষাপট 
দিল্লির বিখ্যাত শাহি জামে মসজিদের অনুকরণে মোগল জমিদার আমান উল্লাহ খান ১১৫৪ হিজরি সাল, মোতাবেক ১১৩৯ বাংলা সনে—অর্থাৎ প্রায় ৩০০ বছর আগে নোয়াখালী জেলার বজরায় একটি শাহি মসজিদ নির্মাণ করেন। ১৭৪১ সালে মোগল সম্রাট মুহাম্মদ শাহর রাজত্বকালে তাঁর নির্দেশে ও অর্থে মিয়া আম্বরের সহযোগিতায় জমিদার আমান উল্লাহ খান বজরা শাহী মসজিদ নির্মাণ করেন।
মসজিদের পূর্ব দিকে আছে বিরাট তোরণ। তোরণের দোতলার ওপরে মনোরম উঁচু মিনার রয়েছে। এর সৌন্দর্য ও অলংকরণের জন্য চীনা গ্লাস কেটে মসজিদের গায়ে লাগানো হয়। ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়কালে আমানুল্লাহর বংশধর আলী আহমদ ও মুজিব আলদিন বজরা মসজিদের অভ্যন্তরভাগ অলংকরণ করেন। এমন কারুকার্যময় মসজিদ দিল্লি ছাড়া বাংলাদেশের আর কোথাও নেই।
জানা গেছে, বাদশাহর আগ্রহে মক্কা শরিফের বাসিন্দা তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হজরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী (রহ.) এ মসজিদের প্রথম ইমামের দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৯৮ সালের ২৯ নভেম্বর সরকারি গেজেটে মসজিদটিকে প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে। তবে সরকারের পক্ষ থেকে এখনো মসজিদটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মোগল স্থাপত্যকলায় নির্মিত এই মসজিদের সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে দিনের পর দিন.।।।।

যারা ঢাকা বা দূর দূরান্ত থেকে শুধুমাত্র মসজিদ টি দেখার জন্য যাবেন তাদের হয়তো মন ভরবে না.
অন্য ঘুরার জায়গা এ্যাড করে নিয়ে তবেই আসবেন. যারা নিঝুমদ্বীপ বা হাতিয়া বাই রুটে যাবেন তারা কাভার করে যাবেন।
যাতায়াত 
ঢাকা থেকে নোয়াখালীর বাসে বজরা মেডিকেল বললেই নামিয়ে দিবে ওখান থেকে রাস্তার পশ্চিমে ৮ মিনিট হাটলেই. শাহী মসজিদ.
নানান ধরনের বাস ছেড়ে যায় সায়দাবাদ থেকে নোয়াখালীর দিকে, এসি-ননএসি বাস রয়েছে.যার ভাড়া বাস ভেদে 250 থেকে 400 পর্যন্ত…
ফেরার পথে সিএনজি করে চৌরাস্তা জনপ্রতি ১০ টাকা অথবা মাইজদি ৩০ টাকা..
হ্যাপি ট্রাভেলিং

 

লেখা ও ছবিঃ হোসাইন মোঃ ইসমাইল

Bajra Shahi Mosque

Bajra Shahi Mosque