মাত্র ৬৯০ টাকায়
চাইলেই ঘুরে আসতে পারেন অসম্ভব সুন্দর এই ঝর্নায়।
কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোন বাসে সীতাকুণ্ড এর বড় দারোগারহাট বাজারে নামতে হবে।
বড় দারোগার হাট থেকে লেগুনাতে বা সিএনজিতে ইট ভাটাপর্যন্ত যেতে হবে।
ইট খোলা পার হয়ে হাতের ডানের প্রথম মাটির রাস্তা ধরে যেতে হবে।
এর পরে রাস্তা দিয়ে পূর্ব দিকে ২০-২৫ মিনিটের মত হাঁটলেই ঝিরি পথ পাবেন।ঝিরিপথ ধরে ৩০ মিনিটের মত হাঁটলেই পাবেন বড় কমলদহ “”রুপসী ঝর্ণা””।
খরচ :
ঢাকা থেকে ফেনী ২৭০
ফেনী থেকে বড় দারোগার হাট ৫০
সিনজি ৫০
আবার আসার সময় ৫০ +২৭০
বি দ্র: এই সময়ই রূপসী ঝর্না দেখার উপযুক্ত সময়।
লেখা ও ছবিঃ Nafi Rahman
Leave A Comment
You must be logged in to post a comment.