নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না পানি এতো স্বচ্ছ হতে পারে আর পানির কালার দেখে মনে হচ্ছিলো কেউ পানিতে নিল বিষ মিশিয়ে দিয়েছে।
সবচেয়ে অবাক করা বিষয় হল যে,খালের এক এক অংশে এক এক রঙের পানি। প্রকৃতির বিচিত্র রূপ! স্বচ্ছ, সবুজ এবং নীল পানি।তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যায়।
এখানেই আপনি স্বাদ পেয়ে যাবেন প্রাকৃতিক সুইমিংপুলের।
লালাখাল আপনাকে অবশ্যই অন্য এক অনুভূতি এনে দিবে। হারিয়ে যাবেন খানিকের জন্য প্রশান্তির সাগরে।
এতক্ষণ তো শুনলেন লালাখালের নীলজলের কাহীনি এবার বোনাস হিসেবে থাকছে লালাখাল চা বাগান । (নাজিমগড় টি স্টেট)
প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা-বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখালজুড়ে। যেদিকেই তাকাবেন সেইদিকেই সবুজ আর নীলের সমাহার।
যেভাবে যাবেনঃ ঢাকা থেকে বাস/ট্রেন/বিমানে সিলেট। সিলেট থেকে লোকাল বাস/রিজার্ভ সিএনজি/গাড়িতে সারিঘাট। সারিঘাট থেকে ট্রলার ভাড়া করে ঘুরতে পারবেন সচ্ছ নীল জলরাশির বুকে।
আমি সবসময় ট্যুর রিভিউ এই পার্ট তাতেই ঘষামাজা করি।তাহলে শুরু করা যাক কেমনে খরচ কমানো যায়।
***ঢাকা টু সিলেটঃ
বাসে- ১।হানিফ,শ্যামলী, এনা বা চেয়ার কোচে ৪৮০ টাকা,
২।মিডিয়াম শ্রেনীর চেয়ার কোচ, মামুন , আল-মোবারাক ৩০০ টাকা
৩। লোকাল বাসে যেমন মিতালী, সোনিয়া ১৫০-২০০ টাকা।
ট্রেনে- ১। ইন্টারসিটি ট্রেনে শোভন ২৬০ টাকা
ইন্টারসিটিতে শোভন চেয়ার ৩২০ টাকা।
২। সুরমা মেইলঃ ভাড়া ১১০ টাকা (সিলেট যেতে দুপুর হবে )
***সিলেট শহর থেকে সারিঘাটঃ যেতে পারবেন জাফলং গামী লোকাল বাসে, সিটিং বাসে , লেগুনাতে, সিএনজি করে।
১)বাস ভাড়া- কদমতলী থেকে সারিঘাট ৩৫-৪০ টাকা।(সময় লাগে ১ ঘণ্টা )
২) লেগুনা ভাড়া সারিঘাট পর্যন্ত ৪০ টাকা।( রিজার্ভ ১২০০-১৫০০ টাকা)
৩) সিএনজি রিজার্ভ করেও ঘুরে আসতে পারেন লালাখাল ভাড়া ১০০০-১৫০০(সাথে জাফলং সহ ঘুরে আসবেন)
***সারিঘাট থেকে লালাখালঃ এইখানে খরচ কমাতে হলে একটু ঘষামাজা করতে হবে।
১) সারিঘাট থেকে সরাসরি নৌকা পাওয়া যায় লালাখালের ভাড়া ১২০০-১৮০০ টাকা।
২) সারিঘাট নেমে একটু সামনে আগালে অটো-রিস্কা পাবেন ভাড়া লালাখাল পর্যন্ত ১৫ টাকা।(৭ কিমি দূরেই লালাখাল গ্রামের ভিতর দিয়ে রাস্তা ভাল লাগবে)।
৩) লালাখাল নেমেই ঘাটে নৌকা আছে ভাড়া ৬০০-৮০০ জিরোপয়েন্ট।
৪) বুঝলাম আপনি আরও কম খরচে নৌকা ভ্রমণ করতে চান,তাহলে সামনে দেখুন আবুল ভাইয়ের নৌকা ৫ টাকা দিয়ে ১ মিনিটের কম সময়ে নদী পার হয়ে যান।
এইবার নৌকা ভাড়া করুন মাত্র ২৫০-৩০০ টাকায়।
এখন বাজেট ট্রাভেলারদের জন্য খরচ গুলো একসাথে করি – ট্রেন ভাড়া ১১০,বাস ভাড়া ৩৫,অটোরিস্কা ১৫, নৌকা পার ৫ , নৌকা রিজার্ভ ৩০ টাকা(১০ জনের গ্রপের জন্য)
মোট খরচ= আপনি হিসেব মিলিয়ে খাবার খরচ টা এড করে বাহির হয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে।
*** সতর্কতা নোটিশঃলালাখাল প্রচণ্ড গভীর,চোরাবালি আছে, স্রোতও আছে যথেষ্ট। তাই সাতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামার কথা চিন্তাও করবেন না।
***লালাখাল একটি সুন্দর এবং পরিছন্ন জায়গা।ভ্রমনের সময় অবশ্যই এদিকে নজর রাখবেন এবং সুন্দর পানিতে ময়লা ফেলে নোংরা করবেন না।
লেখা ও ছবিঃ Naymul Hasan
Leave A Comment
You must be logged in to post a comment.