প্রথম দর্শনে মনে হতে পারে নেপালের ওয়ার্ল্ড পিস প্যাগোডা, কিন্তু না- এই অসাধারণ স্থাপত্যকীর্তিটির অবস্থান বাংলাদেশেই।
নেপালের ওয়ার্ল্ড পিস প্যাগোডার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ এই প্যাগোডাটির নামও “ওয়ার্ল্ড পিস প্যাগোডা”, অবশ্য লোকে মুখে “শালবন বিহার বৌদ্ধ মন্দির” নামেই বেশী পরিচিত।
অবস্থান – শালবন বিহার, কোটবাড়ি, ময়নামতি, কুমিল্লা।
কিভাবে যাবেন?
ঢাকা, চট্টগ্রাম বা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কুমিল্লা এসে চলে আসবেন টমসম ব্রীজ। টমসম ব্রীজ থেকে রিজার্ভ বা জনপ্রতি ভাড়ার অটো বা টমটমে চলে আসবেন ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা শালবন বিহার বৌদ্ধ মন্দির। এন্ট্রি টিকিট: জনপ্রতি ২০ টাকা।
এই বৌদ্ধ বিহারের সামান্য আগে রয়েছে ইটাখোলা মুড়া, রুপবানের মুড়া, আর ঠিক বিপরীতে শালবন বিহার ও ময়নামতি যাদুঘরের অবস্থান যা অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এক ট্যুরে সবই ঘুরে আসতে পারবেন।
বি:দ্র: দয়া করে ঘুরতে গিয়ে এই অসাধারণ স্থাপত্যকীর্তিগুলোর এখানে সেখানে চিপসের প্যাকেট, মিনারেল ওয়াটারের বোতল, ব্যবহৃত টিস্যু ইত্যাদি না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন।
লেখা ও ছবিঃ Zunayed Kaushik Chowdhury
–
–
Leave A Comment
You must be logged in to post a comment.