যেকোনো ট্রেকিং ট্যুরে ওয়েদার কন্ডিশন বিবেচনা করেই বের হবেন।
বর্ষাকাল হলো ঝরনা গুলোর যৌবন কাল।
ঝরঝরি ট্রেইল টা একদম ই যাচ্ছেতাই ভেবেছিলাম। যেহেতু বড় ঝরনা নাই সেহেতু এমন ভাবাটাই স্বাভাবিক। আর কেউ এমন ছবিও এনে দিতে পারেনি। কিন্তু অপার সৌন্দর্য আর ঝিরিপথ আর সব শেষে ঝরনা ও স্বর্গের সিঁড়ি যেন সবকিছুই পাল্টে দিয়েছে।
যেভাবে যাবেনঃ ঢাকা-চট্টগ্রাম রোডে পন্থিসিলা বাজার, (ঢাকা থেকে শীতাকুন্ড বাজারের ঠিক একটু আগে) ওইখান থেকে পূর্ব দিকের রাস্তা ধরে সোজা চলে যাবেন। রেল লাইন পর্যন্ত গিয়ে একটু বামে হাটবেন। একটু হেটেই আবার পূর্ব দিকে যে মাটির চিকন রাস্তা চলে গেছে তা ধরেই চলে যেতে হবে।
২ঘন্টা প্লাস হাটতে হবে।
অবশ্যই গাইড নিয়ে যাবেন (অবশ্যই)। আমরা ৩০০ দিয়ে নিয়েছিলাম। মাঝবয়েসী হলে ভালো হয়।
বিঃদ্রঃ প্লাস্টিক বা অপচনশীল দ্রব্য ফেলে পরিবেশ নষ্ট করবেন না।
লেখা ও ছবিঃ Soykot Azam
Leave A Comment
You must be logged in to post a comment.