সবুজে একদিন – জাতীয় উদ্ভিদ উদ্যান,’বোটানিক্যাল গার্ডেন’ নামে অধিক পরিচিত। মিরপুর জাতীয় চিরিয়াখানার পাশেই এর অবস্থান। ২০৮ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এবং প্রায় ৮০০ প্রজাতির বৃক্ষ রয়েছে এই উদ্যানে। এই বিষাদগ্রস্ত শহরে একটুকরো প্রশান্তি বোটানিক্যাল গার্ডেন। আমরা ভোরে যাওয়ার প্ল্যান করি কারণ ভোরে মানুষ কম আর কুয়াশা পাওয়ার সম্ভবনা থাকে। ভেতরের প্রবেশের পর মনেই হবে না ঢাকাতে আছেন। পরিদর্শনের সময়সূচীঃ বোটানিক্যাল গার্ডেন প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে শীতকালে একটু তাড়াতাড়ি বন্ধ হয়।
যাবেন যেভাবেঃগাবতলী বাস টার্মিনাল থেকে লেগুনায় চড়ে সরাসরি বোটানিক্যাল গার্ডেন যেতে ১০ টাকা খরচ হবে। আর সদরঘাট বাস টার্মিনাল থেকে মিরপুর ১ হয়ে চলাচলকারী গাড়ীতে করে ২৫ টাকা দিয়ে সহজে বোটানিক্যাল গার্ডেনে যেতে পারবেন।
** জায়গাটা অনেক পরিষ্কার।দয়াকরে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবেন।
নোটঃ গার্ডেন খুব নির্জন একটা জায়গা হওয়ায় এখানে মাঝে মাঝে ছিনতাই এর ঘটনা ঘটে। সংখ্যায় কম হলে গভীরে যবেন না, গেলেও সাবধানে থাকবেন।
collected form (Tajuddin Ahammed Azam)
—-
—-
Leave A Comment
You must be logged in to post a comment.