ভ্রমনের বিষয়ে সুন্দরবন ই আমার প্রথম পছন্দ। এ পর্যন্ত বেশ কয়েকবার সুন্দরবন ভ্রমন হয়েছে, সুন্দরবন ভ্রমনে আমার অভিজ্ঞতা থেকে কিছু উল্লেখ করার চেস্টা করেছি…
ভ্রমনের সেরা গন্তব্য পৃথিবীর একমাত্র ও একক বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। অমোঘ আকর্ষন, নিঝুম নান্দনিকতা, মায়াবী সৌন্দর্য্য এবং প্রকৃতির সেরা রহস্য এই সুন্দরবন। মহান আল্লাহ র অফুরন্ত দানের ভান্ডার শ্বাসমূলীয় এই বন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ‘Mangrove forest’ অর্থাৎ
শ্বাসমূলীয় বনভূমি। বাংলাদেশের অহংকার সুন্দরবন।
#সুন্দরবনের_স্পট_সমূহ—
(১) করমজল, (২) হাড় বাড়িয়া(৩) সুপতির খাল
(৪) মৃগমারী, (৫) তিনকোনা আইল্যান্ড
(৬) কটকা, (৭) জামতলা, (৮) হিরন পয়েন্ট
(৯) পাটকোস্টা, (১০) দোবেকি, (১১) কাগা দোবাকি
(১২) নটবাকি, (১৩) পুস্পকাঠি, (১৪) মান্দারবাড়িয়া
(১৫) পুটনির চর, (১৬) বংগবন্ধু আইল্যান্ড, (১৭) কেওড়া শুটি
#সুন্দরবনের_দর্শনীয়_বিষয়_সমূহ—
*সবুজ সতেজ শ্বাসমূলের বন,
*জোয়ারে-ভাটার নিরন্তর লুকোচুরি,
*নিস্তব্ধ ও নান্দনিকতার মিশেলে অপূর্ব সৌন্দর্য,
*মায়াবী হরিণ ও বানরের বাঁদড়ামি,
*জলে কুমির ডাঙগায় বাঘ!!
*অপরুপ আলোরকোল,কটকা ও মান্দারবাড়িয়া সৈকত
*অসংখ্য নদী নালা ও খাঁড়ির সমাহার,
*চিংড়ি, কাঁকড়া সহ অসংখ্য মাছ,
*দূর্লভ ইরাবতী সহ বিভিন্ন প্রজাতির ডলফিন,
*কেওড়া,গড়ান,বাইন,সুন্দরী বৃক্ষ,
*অদ্ভুত বৃক্ষ লম্বাকৃতির গোলপাতা!
*বিভিন্ন ধরনের কাঠ ও মধুর অফুরন্ত যোগান,
*মাছ শুকানোর মহা কর্মক্ষেত্র দুবলার চর,
*ভারত-বাংলাদেশের অভিন্ন বন,
*কটকা ও হিরণ পয়েন্টে সাগর-নদীর মোহনীয় মিলন…
#যেভাবে যাবেন : খুলনা রেল স্টেশন সংলগ্ন লঞ্চঘাট হতে বেশ কিছু ট্যুরিজম প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজে পর্যটকদের ২,৩,৪,৫ দিনের সুন্দরবন ভ্রমনে নিয়ে যায়। ঢাকা সদরঘাট হতেও লঞ্চ রিজার্ভ নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে দীর্ঘ ভ্রমন করা যায়।
এছাড়া মংলা বন্দর থেকে বোট ভাড়া করে ১ দিনের মধ্যে সুন্দরবনের ২-৩ টি পয়েন্ট ভ্রমন করে আসতে পারেন।
#ভ্রমণ_ব্যয় : বিভিন্ন প্যাকেজ ট্যুর আছে? ৬০০০ থেকে ১০০০০ টাকার ট্যুর আছে! যেতে চাইলে যোগাযোগ করতে হবে আপনাকে! বেশ কিছু ট্যুর অপারেটর রয়েছে তারা খুলনা থেকে গ্রুপ তৈরি করে সুন্দরবন নিয়ে যায়! যে কেউ নিজেরা একটি গ্রুপ তৈরি করে যে কোন ট্যুর অপারেটর প্রতিস্ঠানের সাথে যোগাযোগ করে লঞ্চ ভাড়া করে সুন্দরবন ভ্রমন করতে পারে।।
#বিশেষ দ্রষ্টব্য : পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং সকলেরই কাম্য…, সুন্দরবন বাংলাদেশের প্রধান পর্যটন গন্তব্য এবং স্পর্শকাতর অঞ্চল..! এর পরিচ্ছন্নতা সম্পর্কে সবাই সচেতন থাকার চেস্টা করি।
***এটা নিশ্চিত যে ভ্রমনের সময়টুকু আপনার জীবনের সেরা স্মৃতি হয়ে অটুট থাকবে..***
লেখা ঃ Arman Khan
Leave A Comment
You must be logged in to post a comment.